www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শব বলে

শব বলে
আব্দুল কাদির মিয়া
===========
শব বলে
কেন আমি শোয়া-
এই কফিনের খাটে?

সুভাষ ছিটানো পানি-
সবার কাঁধেতে আমি,
দুলে দুলে চলি যেন,
এক মহা বর,
ওরা সবাই হাঁটে।

আপন স্বজনে তাঁরা-
মুখে মুখে পড়ে ওরা,
কেন আজ একমিলে,
কালামের বানি?

কিছুই বুঝেনা শবে-
আপন বুঝেতে তবে,
খুঁজে পায় শান্তনা,
ওরা যেখানেই যাকনা কেন,
আছি সবার সাথেই আমি।

এমনিতে গোর ঘরে -
আগেরই খেয়াল করে,
ভাবে ছোট ঘর তাই,
তিন সাথী আছে।

ভয় কি আর আছে তাই?
ঐ দেখি মিয়া ভাই-
স্বজনেরা সকলেই দূরে নহে কাছে।

তাঁরে একা ফেলে যাবার কালে-
জানিলো সে ছিলো ভুলে,
তবে পিছু ডাকে বুক ফেটে,
করে কান্না।

পরশি নিজ আপনেরা-
সবি চলে যায় ওরা,
কেউ সেই কান্নাতো শুনে না।

আজ ক্ষনিক জীবনের এই-
পেলে অবসান,
নেক অশেষ জীবনে আমল,
মিলে প্রতিদান।

এই মূহুর্তক্ষনে তাঁর সেই পরিচয়-
বলো রব কে-
আর দিন কি তোমার?
নবী কে বা হয়?

তবে প্রভুর দিশারি নূর-
হৃদয়ের আলো-
জ্বলিয়া উঠিলে ঠিক,
বলিবে সে ভালো।

আর খুশির বাহবা মিলে-
তাঁর ভাগ্যের তারা,
ফুটিবে স্বর্গ দোরে,
পাবে শিতল ফোয়ারা।

বহিবে সুরভি যেন-
কলো কলোরবে,
তাঁরে ডাকিবে এসো হে প্রিয়-
পিয়ো মোরে তবে।

তৃষ্ণার তৃষা নাহি-
রবে কিছু আর-
তেমনি কবর জীবন,
হাশর মাঝার।

ঐ বদের আত্মা কালো-
বলিবে সে আমি,
ওহে প্রশ্নের এক ধুলো-
নাহি কিছু জানি।

তবে ধিক্কার দিয়ে তাঁরে-
নরকের মুখ,
তাঁর কবরে খুলিয়া দিবে-
করিতে সে ভোগ।

তবে বর্ণ ভেদে অনল-
পুড়িতে পুড়িতে-
তাঁরে হাশরে উঠাবে-
পাপ ঘৃন্য সারিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast