www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটু বদলে যাই

একটু বদলে যাই
আব্দুল কাদির মিয়া
===========
হে মন তুমিতো প্রানের ভাই
এসোনা মোরা নিজেরই তরে-
একটু বদলে যাই।

দেখোনা একটু ভাবনা করে-
চক্ষু বুজে নিঝুম ঘরে,
করছি কি আর দিনগুলো সব,
কাটছে কেমন করে।

হে ভাই-
আর কি সময় আসবে মোদের?
দায়গুলো সব বোঝা কাঁধের-
যদি কাঁধেই থাকে-

বাঁচবো কি মোরা?
ঐ কফিন মরা মরে।

ওহে নিশির শেষে শয়ন ত্যাগে-
ঐ আজান ধ্বনির একটু আগে,
উঠনা হে ভাই চুপটি করে,
মোরা স্বর্গ দোরে যাই।

তাঁর তরে পাক ওজু করে-
চার রাকাতের নামাজ সেরে-
দেখবি সালাম ফিরার সাথেই,
সেই চাবি হাতে পাই।

তারপরে ভাই ফজর পড়ে-
ঐ ভোরের সূর্য উঠলে পরে-
কাঁধের বোঝা দায়গুলো সব,
ন্যায়ের রশি ধরে।

সকল কর্মগুলো ধর্ম জোরে-
এক এক করে বাঁধন সেরে-
এশা পড়েই দেখবি মোরা-
ঐ স্বর্গেতে ঘুমাই।

স্বর্গ সুখের বর্ণন গুলো-
কেহ বলতে নাহি পারে,
যতই বলা শেষ নাহি তাঁর-
আরোও শত বাড়ে।

যেথা দুগ্ধ সুধা নহর বেয়ে-
সোনার পাখি উঠছে গেয়ে-
বাতাস ভরে উড়ছে কেহ,
ঘুরছে কানন জুড়ে।

মর্মর ইয়াকুত মারুয়ারিদ প্রবাল-
পান্না খচিত হীরকের পাল।

সবই রয়েছে লেপন পাতল ধরে,
কানায় কানায় সুশ্রী ভরে,
স্বর্ন রূপার অঢেল কারুতে-
সবই সে নিজের তরে।

হে মন-
তোমার অনন্ত জীবন সুখগুলো সেই-
চায়না পেতে ভাই?

তবে এসো না মোরা নিজেরই তরে-
জংগুলো সব পূন্যে ঝেরে,
হৃদয় রঙে জরদ হলুদ,
একটু বদলে যাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast