www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অগ্নি শলাকা

অগ্নি শলাকা
আব্দুল কাদির মিয়া
============
ওহে লৌহ
জানি তুমি শক্তির ও শক্তি-
আমার জানিতে চাহে মন।

তোমার পেষণে জানি-
চূর্ণ বিচূর্ণ ধুনি-
কেউ তো পারে না মেরে,
তোমায় মৃত্যু করিতে পারে,
তাই তোমারও আছে কি কেউ ভক্তির?

থাকে যদি বলে দাও মোরে-
নাহি আর মরিবো ঘুরে-

আমি চলে যাবো সেথা,
সহিতে পারিনা ব্যাথা,

মোর বলহীন জীবনের আজি,
চাহিবো সে মুক্তি।

ওহে আগন্তুক-
তুমি যে বড়ই মিথ্যুক-
আমার পরানে তুলে ঝর।

কি সুখ পেলে তুমি?
বড়ই ব্যাথিত আমি-

ভয় করে যে বা যারে-
মিনতির করো জোরে-

তুমি কিনা তাকেই এলে-
ঢেলে দিতে ডর।

তবে শোনো হে মোর শক্তি-
ঐ আকাশের এক তবক গড়েছি আমি-
জলের উপরে ভাসা পৃথিবী জানি,

সেখানেও আছি আমি,
খুঁটিতে গেড়ে।

সেথা আমাকে ধরিয়া মাটি-
সাজালো সে নর ঘাটি-

যেথা চুনো কাঠিতে আমায়-
পুড়াইয়া মারে।

সেতো আমার পেশিতে ধরা-
যত আছে বল,
তাঁরি এক ঠোকা ঘর্ষনে-
আমায় বিন্দু ফোঁটায় টেনে,
অস্থিমজ্জা লইয়ে-
করে তোলে জল।

ঐ অনল সাগর আমি-
দেখিতেছি দূরে?

এই তো সে মুখু-মুখি,
মোড়কে সে পুরে-

এলে তুমি বুকে পাতা-
থলিতে ভরিয়া।

যেন ছোট্ট ঝিনুকটারে-
ডাকো সমুদ্র তরী পারে-
আর বলহীন গেলে তুমি,
নিজেকে বলিয়া।

আজ- আমার কথাটি মনে,
রেখো ওহে নর-

এই শক্তির বাহু জোরে,
ভক্তের অনাচারে-

জীবনের সেইদিন-
শেষ নহে যে দিন,

ঐ আমার গলিত পোড়ার-
চেয়েও তোমার,

যেন- সেথা নাহি রহে-
মেলা ডর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast