www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অস্থির মত ও মৃত্যু

অস্থির মত ও মৃত্যু
আব্দুল কাদির মিয়া
===========
মোর কতদিন আছে বাকি জানিনা
মন কিছু নেই তাঁর খেয়ালে,

আজো বেলা ডুবিতে শেষে,
আছি আমি সেই বেশে,

আমি থাকিতে সে ডুববে কিনা,
সেও ভালো কিছু আমি বুঝি না।

বলেছি গো তাঁরে-
তুমি এসো বারে বারে,
সন্ধ্যা পরিলে কিছু দূর।

আমি থাকিবো চাহিয়া-
তুমি আসো কিনা হিয়া,
সেতো মেলিয়া ধরিবে চোখ নূর।

সেখানে ও আমি-
কিছু নাহি জানি,
প্রদীপ জ্বলিবে কি মোর ঘরে?

নাকি তুমি এসে হেসে-
ডাকো ভালোবেসে,
আধার কেন হে প্রিয়,
রজনী যে এসে গেলো ভরে।

হয়তো দেখিবে মোরে-
ধুপচিতে হেলে পরা,
চেরাগের গাছা ধরা হাতে।

জ্বালিতে পারিনি তাঁরে-
নিঠুর সময় ফেরে,
সন্ধ্যার তিল অদূরে,
আমি চির ঘুম ঘুমিয়েছি কাতে।

তবে ঐ দু-চোখ ভরা তোমার অশ্রু গুলো-
ফোঁটায় গড়ালে বুক বেয়ে-
সেতো পরিবে কিনা জানি,
ধুলোয় লুটে-

নাকি আমার পথেই তোমার-
নিয়তি ছুটে।
সেই পাষাণ সময় না পেয়ে?

আর রবেই যদি এই-
মায়ার ভুলকে আরোও,
সেই কিছু দিনক্ষণ ধরে।

তবে আমার স্মৃতির রেখা-
এঁকে নিও হৃদয়ে,
মোর মৃত্যুর সেই প্রেম ডোরে।

আতশ আর ঝল্মলে-
অলিক আলোক মেলে,
যেন সুরঙে ঢেকে এই ধরনি।

বরণ করিয়া সবি-
ঢেকেদিলো তারি ছবি-

সেথা তুমিও যে -
তাঁর মায়া হরনে।

তাই ফিরিবে যখন তোমার-
এই মুখ খানি,
একপলক আমাকে অন্তিম চাহিয়া।
মোর ভয় হয় শুধু তোমারি তরে-
হৃদয় হরা নেশা স্বপনের সুরে,

নাকি ফিরিতে চলার পথেই-
এই কিছু দূর,
ভুলে মোর স্মৃতি
তুমি ভবের এই গান
যাবে গাহিয়া?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast