www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুফান কাঁপা

আঃ কাদির মিয়া
তুফান কাঁপা
-------------------
ন্যায় কথাটা বললে দেখি
মুখে খেলি চড়,
আবার চুল দারি টার উঠলো মানে-
অন বিচারের ঝড়।

কার সাথে তুই বলবি কথা -
যার দরিতে বাধা?
তোর সবিজোর মুখে লাগাম,
যেন তুই হলি তার গাঁধা।

তুই ডাকলে মানুষ কেউ শুনেনা -
সেই আজব থাবার ভয়ে,
ওরা চায় প্রতিবাদ করতে,
সেতো নাপারায় যায় শয়ে।

আজ পরশি কাতর মায়ের দুঃখে -
বাবার মাথায় পানি,
তাঁর রক্ত ঝরা শ্রমের ফসল,
ঐ রাহুর দশায় টানে।

ওরা কুন দুনিয়ার বিচার বাবু?
ওদের তুরুপ তাসের খেলে-
বুঝি অাসল বিচার ঘুমিয়ে আছে,
ওদের বন্দী শিকের ঝেলে?

না **না **ওরা আর কত আর খেলবে বুরা-
ওদের শোষন তালে,
দেখ আইনের শিখা জ্বলছে আজো-
ঐ পূবের সুরুজ লালে।

দেশবাসি আজ খ্যাপার বেটা -
বর্শা লইয়ে হাতে,
তাঁর প্রহরী ওদের বিচার,
দেখবে ক্ষোভের সাথে।

ওরা তো সেই বুনো গাঁধা -
দেখ মেলে সব চোখে,
আজ আইনের শাষন কাটায় **কাটায়,
চলছে যে বা হউক।

তাই দেশের তরে দোষীর ঘেরে -
তাদের তুলছে বাছাই করে।
ওদের হাতে শিকল
কোমরে দড়ি-
কেউ বা ফাঁসির ডোরে।

সেই মধ্যে যুগের বর্বরতা
আর নহে তার শেষ-
এবার ওদের বিচার দেখতে,
তুফান কাঁপা সারা দেশ।


বানীঃ
-------
ঘৃনিত পাপে ক্ষমা
কিছুতেই নয়।
ঐ জীবনই যেন তাদের -
মৃত্যু মুখি,
আজীবন তেন যেন হয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast