www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগাম উত্তীর্ণ

আগাম উত্তীর্ণ
আব্দুল কাদির মিয়া
===========
জীবনের চেয়ে মেধার মূল্য নহে বেশি
জীবনের সেতো সহ ধন।
তাঁর প্রখর তোড়েতে ভাসে-
জীবনের সুখ-
সেতো বাঁচাতে পারে না আজীবন।
আজ করুন পৃথিবী ঘরে-
এক মহামারী,
লুণ্ঠিতে এলো শুধু মানুষের জান।
সেতো বাছ নাহি মানে-
কেবা মূর্খ বিদ্যানে-
তাঁর মৃত্যুই এক দাবি,
সেই করিবে নির্মাণ।
ওরা মানুষের নিশ্বাসে-
পেতে ঘর বাড়ি,
জীবন কাড়িলো কত-
লাখো নর নারীর।
সেথা জ্ঞানের দরিয়া বুকে-
বাবার জীবন,
ছিলো যার শুধু পুঁজি-
কাঙ্খিত ধন।
ঐ মৃত্যু ছোবলে যবে ধ্বংসিলো তাঁরে-
কত চলন্ত তরী খসে,
ডুবে নিশি ঘোরে।
তবে অদৃশ্য বায়ু ন্যাশে-
কেন এত তাড়া?
যেন মরন ধনুক শরে-
দিয়ে নিজ সাড়া-
সেই মেধা গুছাতে হবেই-
তাই ভাগ্যের সিঁড়ি,
লেপিয়া মুছিয়া উঠি,
বাঁচি কি আর মরি।
আজ শিক্ষায় শিক্ষিত-
ছিলো যারা আগে-
ওরাই কেউ চার পাঁচে,
কেউ তিন ভাগে।
বাকি যারা সবে তাঁরা-
আলোর দিশারী,
জীবন বাঁচিলে ওরাও-
সবে দিবে পারি।
পুরো বিশ্ব যেখানে আজি-
একি মহা ফেরে,
তাই বাঁচার তাগিদে মানের-
কিছু নাহি সরে।
ঐ যম টারে ডিঙাতে-
শিক্ষার সিঁড়ি,
যদি লাফ দিয়ে যেতে হয়-
তবু দিবো পারি।
জীবনের চেয়ে দাম-
নেই কিছু আর,
সেই জীবন বাঁচিলে অভাব-
রবে না মেধার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast