www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাসমান টিভি

ভাসমান টিভি
আব্দুল কাদির মিয়া
============
সারা বাংলার গঞ্জ গাঁও
গ্রামের গলি-
ভরে তোলো দিবা কি রাত্রি ধরে-
প্রচারের তরে-
বর্বর নর পিশাচের অপকর্ম বিচার তুলে-
সেই ভাসমান টিভিগুলি।
ওরা দেখবে জানবে বুঝবে ওরা-
মৃত্যু কি ভয়ঙ্কর-
অসৎ কর্মে জোড়া-
লেগে আছে জীবনের বদকর্মে।
নেই ছাড় কোনো তাঁর-
ঘৃনিত কদাকার-
সেতো দেশ ও জাতির চির শত্রু-
শত্রু আরোও নিজ ধর্মের।
কুলাঙ্গা জীবনে পয়মালি সাধনে-
বিষ কালো আত্মার সূত্রে।
এলো ওরা ভুল করে-
মানুষের সারি ধরে-
এক দুঃখী পিতার কু পুত্রে।
ওরা ধ্বংসে ওরা নষ্ট-
দুষ্ট শনিতে ওরা পুষ্ট কলি।
কালো নিশির নিশিত ওরা-
নিশিত ঘোর কালো ঘোড়া-
ওরা এক মুন্ডহীন দানবের-
জাদুর খুলি।
ওদের আর নহে ছাড়-
হে দেশ দরবার,
মৃত্যু রশিটা যেন গলাতে ঝুলে।
ঐ দৃশ্যটা ধরে দাও দেশ ভরে-
গঞ্জ গাঁও গ্রামের-
ভাসমান টিভিতে তুলে-
মায়ের মমতা টুকু-
বোনের স্নেহ-
লুণ্ঠনে কেড়ে নিতে-
নাহি পারে কেহ।
মোদের এইদেশ মোরা-
সবে ভাই ভাই,
নারীর জাতই মা বোন,
আমরা সবাই,
দশ নহে শত নহে-
আজ পুরো দেশ।
হিম্মতের বাহু তুলে-
আজাদি সেই বুক খুলে,
আছি মোরা দাঁড়িয়ে,
মা বোন দিশারি হয়ে-
নর খাদক ঐ হায়ানের দল-
আজি দেখিবো ওদের,
জনমের শেষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast