www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তৃষা পথ কলি

তৃষা পথ কলি
আব্দুল কাদির মিয়া
============
সঙ্গ বিহনে একা
জীবনের তরী-
ভাসালে পরের তরে,
অকুলের পারি।
তবে বিবেক ডাকিলো-
ওহে পাথরের বুক।
পরের জীবনে খেটে-
পেলে কি সে সুখ?
হৃদয় কহিলো আমি-
কেন আছি থেমে,
অনেক করেছো তুমি-
কিছুই বলিনি আমি-
এবার আর নহে এসো ফিরে-
নহেতো ধরিবো ঘিরে-
আর কত পর মালি-
এসো আজ নেমে।
এবার চোখের আকাশে উঠে-
পেষনের ঝর,
ভাসালো পাথর বুক-
আর হৃদে পেলো ডর।
যেন তরঙ্গ পরে ভাসা-
ঝরা মুষলের বারি,
কাঁপালে হৃদয় বলে,
আর নাহি পারি।
তবে ডাকে ওহে প্রভু-
তুমি ক্ষমা করো মোরে,
তোমার জীবনে আমি-
আছি বলে ধরে।
পিতার মৃত্যু তুমি-
সেই ছোট কালে,
দেখেছো মায়ের কোলে,
মাও গেলো চলে।
শুধু আমি ছাড়া পৃথিবীর-
সবি তোমার পর,
আজো আপন বলিতে আমিই,
এক অন্তর।
পথেই চলেছি মোরা-
পথিকের তরে-
টোকানো বোতলে তুমি-
দিতে জল ভরে।
সেই থেকে হলে তুমি-
তৃষা পথ কলি-
দিলো পথের লোকেরা,
সেই নামের বুলি।
আজো বাঁধলে না কোনো ঘর-
হেলেনার তরে,
এত ভালোবেসে সেও চলে-
গেলো পর ঘরে।
তাই পাথর বাধিলে বুকে-
জনমের সুখ-
আজো পরের মালিতে দিলে,
ভুলে সবি দুঃখ।
আমি ভাগ্য বিধিরে,
শত মিনতির পর-
বলি স্বর্গ কাননে যেন-
রাখে তোমার ঘর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast