www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও পাতা ভাই

ও পাতা ভাই
আব্দুল কাদির মিয়া
============
ও পাতা ভাই নাম কি তোমার?
ফলের মা সে জানে।
আমরা দুঃখী কপাল পোড়া,
ঝড় বেগতিক রুদ্র খরায়।
কাটলো জনম ছাতা বনে,
সবি তাঁর কল্যাণে।
ও পাতা ভাই আজব কথা!
তোমার মনে আহ্ কি ব্যাথা।
এ কোন বিচার পালান কুলে,
তবে কি সবি ভুল?
ফুল ফুটিয়া তোমার ডগায়,
ফলন নামে চিনলো সবাই।
এত করে ও জানলো না কেউ,
তোমার নাম আসল।
হে ভাই পথিক-
আমি যে পাতা,
দুঃখ পেলে ও-
নেই সে ব্যাথা,
জীব অন্তরে আমার চেয়েও,
ফলন মেলা দূর,
এগিয়ে আছে যে ক্ষুধার জ্বালা,
জাক্কুম নামের নরক ফলা।
গলাধঃকরণ তেমনি বিষাদ,
করে সে নিবারন।
তবে- একটি কথা জানার পরে-
শান্তি ফিরে পাই অন্তরে,
সেই ফলের জীবন মিষ্টি মধু,
আমার রসের দান।
এক হতে গুন সত্তুর বেড়ে-
চুল চিকন পুল অগ্নি পরে-
পার করে সেই স্বর্গ দোরে-
আমার মিলবে যে উদ্যান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast