www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলঙ্কিনী করলি কাকে

কলঙ্কিনী করলি কাকে?
আব্দুল কাদির মিয়া
=============
যার উদরে জন্ম নিলি,
নাড় চুষিয়া জীবন পেলি,
যে- বিশ্ব ভুবন দিলো উপহার।
আবার-বুক পাতিয়া দিলো তোকে-
দুগ্ধ পানে ঘুমিয়ে যেতে,
আজ ধ্বংসিলে সেই মায়ের জাতে-
সত্তাটাকে করলি অস্বীকার।
যৌবনের আজ স্রোত ধারা-
মানলো না জাত কূল-কিনারা,
নাগের ফণা ফেললি যার উপর?
যেদিন এলি প্রথম বারে-
এই ভবেতে আঁতুড় ঘরে,
তোর নেংটা গায়ে জড়ানো ছিলো-
ঐ মা জাতের কাপড়।
যার- নাড়ির বাঁধন কাটতে দাইয়ের-
তর সহেনা সে অবশ মায়ের,
কণ্ঠে কাঁপা স্বর বহে-
দুই হাতে কাঁপন বলে।
রাত কি দিনের ব্যথার জ্বালা-
সব নিভে যায় মায়ার পালা,
উথলে পরে আশার মানিক-
লয় টেনে মার কোলে।
হে নরমতি মুন্ড বিবেক-
দেখনা একটু নেড়ে,
নাশিলে যার জাতিকূলে-
সে কি মা জাত ছেড়ে?
তাই না হলে এই পাপ কভু-
ক্ষমা নহে পুড়ে,
জ্বলবি আখের জনম ভরে-
আজও ফাঁসির ডোরে।
তাই আমরা মানুষ বিশ্বটাতে-
এসো পন করি আজ হৃদয় স্রোতে,
মান রাখিবো মায়ের জাতের।
মৃত্যু মুখি ইচ্ছা মোদের-
আর নাহি চাই নড়।
আজ পৃথিবী কানায় কানায়-
মানের শীর্ষে থাকবে যে মায়,
নরখাদক সেই ঘৃন্য হায়ান-
ধর মুছে সাফ কর।
মরবো যদি তবুও মোরা-
মায়ের চারপাশ আমরা খাড়া,
ঘুমাবে মা শান্ত মনে-
মোরা নই কেহ তাঁর পর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast