www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিহে পথিক

কিহে পথিক
আব্দুল কাদির মিয়া
============
কিহে- পথিক যাচ্ছ কোথায়?
যাচ্ছি আমি ভাটির দেশে-
নিলয় মাঝির ঘাটে-
সেথা হতে ডিঙি চড়ায়,
ফুলমতি চাঁন হাটে।
কিহে- নামে শুষির সুরে যেন-
ঐ স্বপন তারার মেলা,
যেথা পূর্নি ঝরা চাঁদের পরি,
করে ফুলে খেলা।
সেই পরিচয় যেন তোমার-
চলন পথের দিশা,
একটু করে পায় খুঁজে মন,
মিলবে যাহা নিশায়।
শান্ত শয়ন সুশীল হৃদয়-
পর আত্মা তৃষার জলে-
তাঁর এক রজনী শুভংকরে,
স্বপনে সে মিলে।
তবে স্বপন সেতো মিথ্যে নহে-
ঐ হৃদয়ের তরে-
যাহা সত্য হয়ে মিলবে সেতো,
এই জনমের ঘরে।
আধার হৃদয় শোষণ কাড়া-
পরের তৃষ্ণা নিজেই গড়া,
সেতো নিন্দা নিশির এক শয়নে,
উঠবে পাহাড় চূড়ে।
আর দেখবে পিচাশ শকুন বাজে-
নখ বসিয়ে মুন্ড মাঝে,
শিকার ফেলে হাজার দূরে,
পাথর ছুড়ে মারে।
ওহে সাধু জনক তুল্য-
বললে যাহা সবি অমূল্য,
চলছি আমিও নামহারা সেই,
স্বপন নামের খোঁজে।
দেখি পাই কিনা ঠিকানা কিছু-
সেই অচিন পথের ছুটছি পিছু,
দেখে এক অনাথের ক্ষুধার কান্না-
সহেনা আর হৃদয় মাঝে।
হে সাধক-
তবে আর যাবো না,
যাচ্ছি ফিরে-
স্বপন আমার দিশায় ঘিরে,
সেই অজানা অচিন পথের-
দিচ্ছে ঠিকানা।
ঐ নিঃস্ব অনাথ ক্ষুধার তরে-
নিজকে সেবায় রাখবো ধরে,
তবেই স্বপন সত্য হবে,
মিটবে বাসনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast