www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু লিখছি

শুধু লিখছি
আব্দুল কাদির মিয়া
============
আমি লিখছি শুধু লিখছি
মন ভাবনা,
ওরা কেউ কিছু মোরে বলেনা।
মন খুলে কেউ তবে হাসে না-
প্রাণে মধু ভালো মোরে বাসে না,
তাই না সেতো তাই না,
এত ভালোবাসা-
কেউ বাসে না।
কিছু তবে চেয়ে থাকে নিরবে-
আমি যেন কিছু তাঁর দেখিনা,
দেখতে চাহিলে তাঁরে,
কিছু কি বলবে মোরে?
হেসে চলে যায় কিছু বলেনা।
এমনিতে জীবনের মেলা দিন-
গেলো চলে সবি ফেলে,
আপনের কথা ভুলে,
নেই কি মোর কারো কাছে কোনো ঋণ?
বুঝে না মন কিছু কথা-
আমারি বুকের ব্যাথা,
নিজেকে হারিয়ে আমি কাকে দেখছি?
আমি লিখছি শুধু লিখছি-
মন ভাবনা,
ওরা কেউ কিছু মোরে বলেনা।
যেন আজ আমি নেই আর সেখানে-
ফুরালো যে দিন গুলো,
জানালার একপাশে,
জবা বেলির দোলা-
ছোয়া লাগা,
ভাবনায় যেখানে।
গেথেছি হৃদয়ে তুলে-
নিজকে নিজেই ভুলে,
সেথা আঁচলে চোখ মুছে-
কাকে দেখছি?
আমি লিখছি শুধু লিখছি-
মন ভাবনা,
ওরা কেউ কিছু মোরে বলেনা।
ভালো লাগা ফুলগুলো কেন আজ-
সুন্দর কেঁদে কেঁদে কষ্টের অশ্রুতে,
হাতের আড়ালে ঢাকে এত লাজ।
আমিতো দেখিনি ওদের-
জীবনের চাওয়া পাওয়া,
তবু মনে মনে হাসে ওরা-
তাই দেখছি।
আমি লিখছি শুধু লিখছি-
মন ভাবনা।
ওরা কেউ কিছু মোরে বলে না।


সংক্ষিপ্ত ব্যাখাঃ-
=========
লেখক এখানে তাঁর সারা জীবনের শুধু পরের তরে ভাবনা গুলো
লিখতে গিয়ে তাঁর অতি আপনজনের কথা ভুলে গিয়েছিলো।
কিন্তু তবুও কেউ তাকে শত দুঃখ কষ্টের মাঝেও
মনের মধুময় ভালোবাসা থেকে এক বিন্দুও
বঞ্চিত করেনি বলে এখানে সেই কথাই বলা হয়েছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast