www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাসন্তী রেমা

বাসন্তী রেমা
আব্দুল কাদির মিয়া
===========
ধ্বংসিলে কেন গরীবের ধন?
সেই বনের মালি কাঁদে।
আরো কাঁদলো ওরা দিন ভিখারি-
সবাই ঋণের ফাঁদে।
জীবন ওদের গভীর বনে-
এক আশা নিরাশার শনে,
কাটলো জনম যুদ্ধ করে,
ক্ষুধার তরী বেয়ে।
হয়তো কিছু মিলতে পারে-
নয়তো খালি ফিরতে পারে,
এমনি ওদের যায় কেটে দিন,
কিছু খেয়ে আর না খেয়ে।
ওরাই দেশের লক্ষ মনে-
বনের প্রজাপতি,
শস্য শ্যামল স্মৃতির পাতায়,
মনের সবুজ পতি।
ওদের মায়া স্নিগ্ধ নদী-
একূল ওকূল বেয়ে,
যেন এই সবুজের প্রান্ত ধরে,
উঠছে হৃদয়ে গিয়ে।
আজ হতাশ কেন!
ওরা কাঁদছে কেন?
ওদের চোখের জলে-
আজ কাঁদছে যেন লক্ষ মনে,
ঐ ন্যায়ের কথা বলে।
এ দেশ ও দেশের মাটি প্রানে-
ওরাও ভালোবাসে,
দেশের দুঃখে সুখে ওদের ও
পরাণ কাঁদে হাসে।
তবে মানুষ চলার ভুল জীবনে-
মন অজানার সংগোপনে,
হয় যদি তাঁর ভুল।
সেই ভুলের তরে ক্ষমার ধারা-
বিবেক পক্ষে দিচ্ছে সারা,
আর ভুল করে নয় ভুলের বিচার,
বইতে প্রানে শূল।

(১৯/০৯/২০ প্রথম আলো- মধুপুরের বাসন্তী রেমার কান্না)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast