www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটুখানি বসো

একটুখানি বসো
আব্দুল কাদির মিয়া
===========
লক্ষ হাজার মন কেড়ে নেয়
এক মায়াবি ইশারায়।
শুধু দেখার তরে ভালো লাগায়-
সেথা নেই কিছু নিজ সব হারায়।
যদি কাঁটায় ও ঘেরা গভীর বনে-
ফুটন্ত ঐ ফুলের সনে,
এক চাহুনি ভাবের রৌশন,
হৃদয়ে প্রেম খেলে।
ঐ লক্ষ কোটি হৃদয় ভেদে-
দেখবে ওরা নরক খাদে,
নিজ পরাণ যেন স্বর্গে সোনার,
পাখি ডাকার মেলে।
সেই অন্ধ নিশি বন্দি ঘরে-
মনের প্রদীপ খানি,
আজ ঝিমিয়ে আছে জং লেপনে,
নেই কোন শোধনে।
সেথা তাঁর জগতের জনম সেরা-
শনির গুরু নেশা ধরা,
লক্ষ হৃদয় পাগলপারা,
মনে লাগা ভালো।
শত দূর দূরন্তে যদিও ওরা-
কিবা প্রাচীর লোহার বেড়া,
সব ছেদনে যায় যেন শর,
ছুটে চোখের আলো।
তাই অমৃত আজ বলছে করুন-
ওহে আমি কি অচিন ফল?
সেই বাদুর দোলা তেতুল দেখে-
ফেলছো জিভের জল।
এই ভূবণ জুড়ে পরাণ ভরে-
আমায় পাতে পেলে,
আর নেংটা তেতুল চিনলো শুধু,
পাতলা টকের ডালে।
ঐ কবির লিখন আমার বাড়ি-
আমি কলম ঘরে থাকি,
আমি সবার তরে ভাবের কথা-
পাতায় পাতায় আঁকি।
তাই আকুল বিনয় জীবন তরে-
আমার ঘরে এসো,
আর যদি না পারো বেশি,
একটুখানি বসো।
আমি বলবো কথা তোমার সাথে-
দেখো আসবে আলো মনের খাতে।
তবে ঝিমিয়ে পরা পরাণ খানি-
দীর্ঘ এক নিশ্বাসে,
উর্ধ্ব মুখে চোখ মেলিয়া-
দিবে অন্ধ গলির সব খুলিয়া,
আর কানায় কানায় উঠবে ভরে,
মিথ্যে টাকে ধূলোয় ঝেরে-
এক কঁচিমন ঝলক ধরা,
পবিত্র বিশ্বাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast