www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সৃজনে পালক রহমান

সৃজনে পালক রহমান
আব্দুল কাদির মিয়া
============
সুর করোনা পরানের কানে
দূর করোনা সুর মহাজনে-
মোর দ্বারে বহমান।
সেতো, রাগে মজে ধরা-
নিজ নিজে গড়া।
সৃজনে পালক রহমান।
দেখি আমি তাঁরে-
বাজে তারে তারে।
সুনীল আকাশে বাজে-
গুরু গুরু করে।
মেঘে শত সুরে গর্জন-
ঝর্ণাতে মিলে,
কলো কলো তালে-
সেতো নিশিতে ঝিঝির নেশা তান।
কত সুখ কত হাসি-
পরাণের বাজে বাঁশি,
কলি ফুটে ভেঙে তাঁর ঘুম।
ঐ সবি একি তারে-
শত রং কত ধরে-
পৃথিবীটা যেন তাঁর ধুম্ব।
ওই,ঢেকে দিলো বয়ে সবি-
ধরনীর যত ছবি,
দেখিনা যা তাতেও বহমান।
তাঁর কুন বলায় ভব হওয়া-
ফাইয়া কুনে মিশে যাওয়া,
নীল আম্বর ও নীলাম্বুধি-
সবি তাহার সং।
মোর মন বলে যাহা-
সবিতো সে শুনে তাহা,
দর্পণ বিহনে দেখে-
অগোচর তামাম।
তাঁর ছয় দিবসে গড়া-
এই নিখিল পৃথিবী ধরা,
নিরলস দ্বিধাহীন-
সবি আঞ্জাম।
তাঁর নেই দায় ভয় কিছু-
নেই ক্ষয় নেই পিছু,
হওয়া যত মৃত লইয়ে-
ইল্লিন সিজ্জিল বেয়ে,
সবেতে সে সং বহমান,
সৃজনে পালক রহমান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast