www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তাক্ত ইউ এন ও

রক্তাক্ত ইউ,এন,ও
আব্দুল কাদির মিয়া
=============
মৃত্যু রশিটা আজো থামলো না
ধুকে ধুকে,
শেকড়ের রস টেনে-
ভয়াল ঘাতকে মহা যম।
ওরা ক্রুশের তুঙ্গে চড়ে-
খবিশের ঘাড় নেড়ে-
এই বাংলার নর নারীর,
সেই ওয়াহিদার চেপে ধরে দম।
ওরা ঘৃন্য মন্দ অন্ধ প্রেতের-
ওরা দন্দে নাশিনী ডাইনি চিরকাল,
ওরা স্বাধীন লুন্ঠিত দস্যু এক-
খুনে মাতা অন্তর ক্ষত ধারি,
রাক্ষুসে বর্বর পঙ্গপাল।
স্রোতের প্রবাহে নর রক্তক্ষরণ-
ওদের জীবনের এক কালো গর্ব,
ছল চাতুরে মায়া ইন্দ্র জালে,
খুনের লহরি ঘন অশ্রু ঝরা-
দেশের চোখেতে শেষ পর্ব।
আজ দুনিয়া কাঁপিয়া-
ঐ শহীদে কারবালার-
পবিত্র আত্মার জাগরণ।
যেন উর্ধ্ব আকাশে উড়ে-
ধ্বনির তুফান ছেড়ে,
লাখ সুরে ডাকে ওদের মরণ মরণ।
তাই আর নহে তাঁর-
কোন পাড়াপাড়,
ওদের নাহি আর রবে কোন ঠাই।
দেশের মাটিতে ওদের-
চির খতমের ডাক,
আজ আকাশে বাতাসে ও শুনতে পাই।

(প্রথম আলো-৪/০৯/২০২০ : রক্তাক্ত ইউ এন ও)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast