www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যু দিবস

মৃত্যু দিবস
আব্দুল কাদির মিয়া
============
মনে পরে আজ বাবার কথা
মায়ের সোহাগ আদরে,
আয়নারে বাপ আমার বুকে-
তোর অনাথিনী পুড়ছে ধুকে,
মার পরানের ঐ বোবা কান্না-
সেই ছোটকাল ধরে।
অন্তরে তাঁর সব দেখিয়া-
মার আঁচলে মুখ মুছিয়া,
কুরিটি বছর পার হলো আজ,
মৃত্যু দিনের এই ঘরে।
বাজলে ঘন্টা ঘড়ির কাটায়-
ছেলের কাঁধে ধরা মায়ের হাত,
থর থরিয়ে উঠছে কেঁপে,
হায়রে বেদন ঝরা রাত।
পাষাণ যেন বুক চিরে আজ-
মায়ের চোখে ফেলছে জল,
চার দেয়ালের সেই ছবিটি,
এই দুঃখীনির বাঁচার বল।
ছেলের মুখে শুকনো হাসি-
মায়ের দু-চোখ ধরে-
বিনয় ভরে বলছে যেন,
মাগো তুমি কাঁদছো কেন?
এমনি শোকে বলো তুমি,
আমি বাঁচবো কেমন করে?
ঐ ফুলের থোকা এক নিরাশার-
স্নেহ মায়া জুড়ে,
তবুও শত সত্য যেন,
সব ভুলিয়ে উঠছে তেন-
প্রাণ নাথের সেই স্মৃতি ধুম,
আজ হৃদয় স্রোতে ভরে।
রাত গভীরে পরম আত্মা-
হয়তো এসে বলবে কথা,
এক নিরালা জেগে থাকায়,
নয়তো স্বপন পুরে।
সব জানালা তাইতো আজি-
নিগুম নিথর খোলা,
ঝি ঝি ডাকের এই রজনীর-
নেই কোনো অবেলা।
আজ দুটি মন এক পিপাসার-
অনল নদী পেরে,
ওরা হৃদয় হারা শীতল নহর-
একুল ওকুল পাড়ে।
ওদের ডাকছে একে গায়েব সুরে,
শোক গাহনের বাতাস ভরে-
এক হাত পাঁজরে এক হাত নেড়ে,
যেন জড়িয়ে ধরা পুরোনো দিনের-
সেই কামনা করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast