www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাঁকছে ওরা

হাঁকছে ওরা
আব্দুল কাদির মিয়া
===========
হাঁকছে ওরা
কাঁধের- গামছা নেড়ে,
আহেন মিয়া ভাই।
আর করুম না দেরি-
বলে গলই নেড়ে চেড়ে,
আমার পানসি ছাইড়া যাই।
বসেছিলো যারা ছইয়ের ভিতরে-
কেউ খাকিয়া গলা নেড়ে,
বলছে বেটা ছাড়বি কিনা,
নাকি উঠবি হাতের চড়ে?
লগি হাতে তবুও যেন সে-
এই যায় যায় ঘাট ছেড়ে,
তবেই নেংটা কুসুম স্মৃতিতে তাঁর-
ডাকের ফাঁকেই ভিরে।
বলছে বাবা-
তোমায় আর ডাকুম না,
যদি নতুন জামা না পাই।
লুটো পুটিয়ে-
কত কাঁদলো যে ভাই,
তাঁরো কিছু নাই।
ঈদ গেলো সেই কবে-
বেশি- দামের কথা বলে,
এখন আমি জাগার আগেই,
তুমি যাও নদী ঘাট চলে।
মিতু নয়ন ওরা কত-
নতুন জামা পরে,
আমার সাথে খেলতে আহে,
অনেক মজা করে।
দুঃখ গাঁথা সেই স্বপন জালে-
মাঝি হারা ধন,
ফোঁটা- চোখের পানি,
গামছায় মুছে,
পানসিতে দেয় মন।
ঐ জলের কলে-
জেলের জালে-
যার পেটে ভাত জুড়ে।
তাঁর তরে আর কি আসে যায়?
সাবের দুই এক চড়ে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast