www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক বিষাদ অভিমান

এক বিষাদ অভিমান
আব্দুল কাদির মিয়া
============
গাঙ সেচো না অধীর মাঝি
পাষাণ হৃদয় ঢেউ।
সেতো হাতের খেপা লইবে কেড়ে-
বৃত্য ভূষণ পরবে ঝেরে,
লাজের খোটায় বদন নুড়ায়,
তোমায় চিনবেনা আর কেউ।
ওগো মহারথী পরম সুধী-
হৃদয় আমার জহর খুদি,
তিলক ধরা ভাবের অনল,
ধুকে ধুকে বয়ে।
উঠলে পরে গিরি চূড়ায়-
নেই কোন জল-
মাটির গড়ায়,
তাঁরে ধরতে পারে নিভাতে জ্বালা,
যায় যেন সব শয়ে।
ঐ ধূলির বুড়ো করলো শুরু-
সব চাড়ন তাঁর পরে,
রতি বেলাই পার করে সব,
যৌবন ফুরা ধরে।
আজ- আমার জীবন সেই চলনে-
সন্ধ্যে পিদিম জ্বলা,
আর গাঙ খানি ও শুকনো চড়ায়,
বল হারা অবলা।
তাই- ক্ষয় হবে কি এই কিছুক্ষন-
শরম খোটার ভয়ে?
তবে দুটি হৃদয় ক্লান্ত আজি-
দুই জীবনের সকল বাজি,
পায় অবসান শেষ বেলাতে,
একে অপর ধেয়ে।
এই ক্ষনেতে মনের ছবি-
ভাসলো আবেগ-
লুকানো সবি,
চির অভিমান।
দেখি একে অপর চোখের ভরে-
দুই হৃদয়ের অশ্রু ঝরে,
এক চাহুনির পলক ছাড়া-
এক বিষাদ অভিমান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast