www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওগো সুন্দর পৃথিবী তুমি

ওগো সুন্দর পৃথিবী তুমি
আব্দুল কাদির মিয়া
==============
ওগো সুন্দর পৃথিবী তুমি
মেলেছো পশরা রুপের-
দু-চোখ সহেনা ঝুকে,
ফিরে নাতো মন সবি চায়।
আরোও দেখতে তোমায়-
আরোও কাছে যেতে,
তবে নিয়তির একরাশ,
নিয়মের বাঁধা ঘরে,
কেন এক হতাশার এতো বাঁধা পায়?
ওগো সুন্দর পৃথিবী তুমি,
কাননে ধরেছো তুমি-
জ্যোতি ঝলো মল,
তোমার বুকেতে সেই জেল্লা ধরা,
লাজ বন্তি মনো হরন-
শত দীপ্ত ফুল ফুটে।
ঐ সাগর জলেতে ভয়-
সোঁ-সোঁ ঢেউ তুলে,
সৈকতে ঢেলে দিলে নীল,
যেথা পরাণের সবি দোলে উঠে।
তুমি সুখের সখাতে উঠে-
মায়ার বিধিমে ছুটে,
সেতো ভরে দিলে হৃদয়ের-
কানায় কানায়।
তাই নিরাশার ও তনু মনে-
রংধনু জাল বুনে,
ক্ষনিকের তরে,
সেই আবের আকাশে রুপ,
ছড়িয়ে গড়ায়।
ওগো সুন্দর পৃথিবী তুমি।
পাথর নুড়িতে নূর-
ঝলসানি সুরুজের,
ক্ষিপ্ততা মধু মধু-
তোমারি বুকে,
গোধূলির লালিমাতে,
নুয়েপড়া তারি রুপ-
সমুদ্রে যায় ডুবে,
তোমারি বুকে।
বলোনা হে বলো তুমি-
তাঁরে কি দেখিবো আমি?
যার তরে পেলে এতো গুন।
তাঁর চরণের ধূলি পরে-
আমার জীবন করিবো দান,
মরেও আসি যদি-
ফিরে শতবার,
শত অগনন।
==============

বানীঃ- বস্তা কথা পঁচা
দেই যদি ভাই কাচা।
বাঁচবো কিনা নাহি আমি ডরি।
আগেও পিছে যারা-
থাকবে কিনা খাড়া?
নাকি বলে আহা,
প্রানে মরি মরি।
===============
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast