www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ কামিনীর বিয়ে

আজ কামিনীর বিয়ে
আব্দুল কাদির মিয়া
==============
আজ কামিনীর বিয়ে
গোলাপ বেলি ঝুমকো জবা-
আসে মেহেদী নিয়ে।
কেয়া কদম গাঁদা মালতি-
নৃত্য ধরে গেয়ে,
গন্ধরাজ ও রজনী গন্ধা,
যায় কিছু ভয় পেয়ে।
এবার শিউলি টগর জুঁই চামিলি-
বলছে কিহে ভাই,
মন মরা কোন দুঃখে আজি,
বর কি আসে নাই?
পিছন থেকে শিমুল বলে-
শোনো হে ভাই শোনো-
বকুল বিল পারে ঐ বরের পালকি,
দেখি পদ্ম লতায় টানে।
সাঁতার কেটে পাইক পেয়াদা-
বাঁচায় নিজের জান,
আর জামাই বেটার কোমড় পেঁচে,
যায় ডুবে তাঁর প্রাণ।
গভীর খাতে মরলো বেটা-
হাবুডুবু খেয়ে।
তাঁর মুকুট খানি উঠলো তবে-
পদ্মের মাথায় গিয়ে।
ঐ কামিনীর জন্ম নাকি-
তাঁর ভাসা পলাশ পরে,
সেতো উড়ন্ত সেই পাখির বিষ্ঠায়-
উপড় থেকে পড়ে।
সেই থেকে তাঁর আদর সোহাগ-
হৃদয় স্রোতে মিশে,
পদ্ম তাঁরে পরান ভরে,
উঠলো ভালো বেশে।
জেলের জালে ছিন্ন হওয়া-
ঐ কামিনী আজ,
পরের ঘরে উঠতে নিঠুর,
ধরলো বধূ সাজ।
শোকগাহনে পদ্ম বুকে-
গড়িয়ে চোখের জল,
আজ ভরলো যেন নদের বাড়ি-
শিখা ধূমল অতল।
বুঝলো না সে ভালোবাসা-
এমনি সে এক জ্বালা,
যে ডাঙাও জলের ভিন জীবনের-
সে না বুঝে ভিন পালা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast