www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিদ্রাতে করো পার যামিনী

নিদ্রাতে করো পার যামিনী
আব্দুল কাদির মিয়া
===============
করো বসে খেলা
এই কিছু বেলা-
তাঁর সাথে করো কিছু গান।
আর গুঁজে দিয়ো চুলে-
বেনী ধরা ফুলে,
ময়ূরীর পালক দুটি,
পাপড়িটা দিয়ে ছোঁয়া টান।
কাজল রেখোনা চোখে-
আলপনা কিছু এঁকে,
পাপড়িতে আবিরের উড়া ওস।
ওরা স্নিগ্ধা গহনে বাঁধা-
যামিনীর যেন আধা,
ঘুম ভাঙা প্রবালের,
ধুৎ খোশ।
নগ্ন চরণে যেয়ো-
ভোর নহে কিছু পরে,
মেঘ উড়া নীলাভেতে,
সুরুজের উঁকি মারা ঐ দূর।
নলের কঞ্চি লইয়ে-
ঘাস ফুলের কুহা ধেয়ে,
পদতলে মেখে নিয়ো,
ঝরে পড়া টলমলে জল নূর।
জীবন ও স্বজন ঘরে-
কর্মের সৃতি পরে,
নির্জন নীরবতা রেখো কিছু ধরে।
ঐ ক্ষনে শুধু তুমি-
শুধু একা নিজ মনে,
আত্মার শুদ্ধতা হৃদয়ের পঞ্চিতে,
দেখো নেড়ে চেড়ে।
শয্যায় এলে তুমি-
আর নহে কোনো ধ্বনি,
শিয়রের বাম পাশে একঝার-
রেখে দিয়ো ফুলদানি,
পার্শ্ব ডান রেখো পানি,
ডান কাতে বুজে চোখ,
নিদ্রাতে করো পার যামিনী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast