www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সীমাহীন আকাঙ্খা

সীমাহীন আকাঙ্খা
আব্দুল কাদির মিয়া
============
আশাই জীবন বাঁচন ও মরন
তাঁর নেই সীমানার শেষ-
সে ঘুম কেড়ে নেয়,
হয় বিরামহীন-
করে টাকু মাথার কেশ।

আর মন ভরে না এই ভুবনে-
খালিই থাকে পরে,
একদিন উদর ভরিবে যমে-
মাটির দলা ভরে।

লিখিবো আমি অনেক কিছু
মেলা কিছু,
আরোও কিছু বেশ।
তবু আরোও থাকিলো বাকি-
আর নাহি হলো শেষ।
তবে সেথা থাকিবে আরোও-
অনেক কিছু আশা,
যেথা নিজে বাঁচিয়া থাকিবার-
বাঁধে মনে বাসা।
তেমনি করে ভবের জনম কাটিলো-
জীবন খানি,
দন্ত ক্ষয়ে দৃষ্টি লোপে,
তবুও আশার তরী টানি।
সেথা শুকনোতে কাল-
ঠেকিবেনা আর,
নদীর উজান ভাঁটি,
এবার লইবো ঘুরে লভ্য বোজা,
যতই খাটাখাটি।
কোন কুলেতে কত যে দূরে,
জানিতাম যদি-
হে লুপ্ত আশা কোথায় তোমার বাড়ি।
শোধ নিতে মোর সে ব্যর্থ জ্বালায়,
যদিও সমুদ্র দিতেম পাড়ি।
তৃপ্তি পেয়েছি আমি,
তোমারি প্রেরনায়-
ক্ষন যত বার বার।
তাড়না দিয়েছো তবুও,
অনেক পেতে হবে আরও।
পিছনের চেয়েও দ্বিগুন তাঁর।
এমনি লালসার খেলায় মাতিয়ে তুমি,
কত যে সুখের ঘরেতে বাঁধিয়াছো-
দুঃখের বাসা।
বুঝিয়াছি আজ ঠিক তুমিই মোর,
শত্রুর চেয়েও ঢের সর্বনাশা।
উদরের যাতনা মিটাতে তোমার,
কতনা সু-পথ গিয়েছিলেম ভুলি,
জুগিয়ে আহার ঢালিতে মুখে,
তোমারি আরও শত মুখ যায় খুলি।
এত পাওয়ার বাসনা যে তুমি,
জুগিয়েছো যেমনি করি।
সেবাতে তোমায় জীবনের সবই সুখ,
তুমি তেমনই নিলে হরি।
কত যে নিদ্রা তন্দ্রা বেশে,
কাটিয়াছে কতনা কাল।
তবু তুমি একটুও কমনি মোর মনে,
আরও বাড়িয়ে ধরিয়াছি তোমার হাল।
তোমারি ক্ষুধার এত যে জ্বালা,
মিটিবে জানিয়াছি কিসে।
তাঁরি আসিয়াছিল ঐ আসমানি বানী,
উদরে শুধু-
মাটি ভরিলে ঠেসে।
আজ বড় ক্লান্ত,পরিশ্রান্ত,
খাটিয়া তোমারি আশা।
ঠিক বুঝিয়াছি আমি-
তুমিই মোর,
শত্রুর চেয়েও ঢের সর্বনাশা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast