www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডেকো না শ্রাবন

ডেকো না শ্রাবন
আব্দুল কাদির মিয়া
=============
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার
সেতো ঝুম ঝুম-রুম ঝুম নয় সে আকার,
মনোরমে অন্ধকার।
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার।
শন শনে ধমকা নয়-
চুপি থমকা তালে।
মোর,মল্লিকা পল্লব শোষন কূলে।
দোল বে দোলে ওরা সহেনা যে আর,
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার।
আয়-আয় রে গগন মোর।
আয়রে গগন আয়।
দীপালি লয়ে,
খেয়াপার কুঞ্জবনে।
ডাকে ঐ প্রিয়া মোড়-
পরাণ ধরে।
আমি প্রেমের খেলা-
খেলিতে মেলা,
যাব সেথা সহেনা যে আর।
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার।
সেতো ঝুম ঝুম-রুম ঝুম নয় সে আকার,
মনোরমে অন্ধকার।
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার।
এসোনা-এসোনা হে প্রিয়া এসোনা,
মরি গো-
মরি ব্যাথা কাল ভেজা জলে,
তুমি লও হে কোলে তুলে।
ঝরা ফোঁটা ভেঙ্গে দিলো সহনের পাড়-
ডেকো না শ্রাবন তুমি বাদল নৃত্যকার।
শন শনে ধমকা নয় চুপি থমকা তালে,
মোর,মল্লিকা পল্লব শোষন কোলে।
দোল বে দোলে ওরা সহেনা যে আর।
ডেকোনা শ্রাবন তুমি বাদল নৃত্যকার।


বানীঃ- ভেসে এলে সুর,
আত্মা বিভোর-
করে নাও ক্ষনিকের তরে।
ঐ যেন মরা,
আর বিল খানি খড়া,
ঝেরে কূল,
ভাসে জোয়ারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast