www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই ক্ষনেতে টাপুর টুপুর

এই ক্ষনেতে টাপুর টুপুর
আব্দুল কাদির মিয়া
===============
এই ক্ষনেতে টাপুর টুপুর
এই ক্ষনেতে বৃষ্টি মধুর।
হিমেল হিমেল বইছে হাওয়া,
বাগ বাগিচা করছে ধাওয়া।
নড়ছে পাতা ফোঁটার ঝরা-
হাজার বেলুন খেলছে গড়া,
শিমের ডগা পুঁই পালংয়ে-
হৈমন্ত গান বইছে মনে।
ভাটির দেশে বাইছে মাঝি,
বৈঠাতে তাঁর হাল।
পূব আকাশে মেঘের ছায়া-
রোদ ধাওয়াতে করলো মায়া,
তেরং জোরায় পত পতিয়ে-
উড়ছে বাদাম পাল।
ভাবুক অধীর কবিয়ালের-
মন মজে ঐ রুপ খেয়ালে,
বলছে ডেকে কে গো তুমি-
সুরে সুরে ও নাইয়া,
কে যাও তুমি ভাটির তরী বাইয়া।
দু পাড় ঘেষে দল বাদা ঝোপ-
শরৎ নদীর কোল,
লাগছে যেন পরীর হাতে,
দোলছে কেশের ফুল।
বেলুয়ারি রাঙা হাতে-
গাঁয়ের বধূ কলসি কাঁখে,
রাজ পাতিহাঁস ভেসে বেড়ায়-
শেওলাতে দুই কুল।
এই ক্ষনেতে মনের পাখি-
দিক বেদিকে উড়ে,
যে দিক তাকায় শ্যামল ক্রান্ত-
চাইছে ফিরে ফিরে।
বঙ্গবাসি বঙ্গপাখির কণ্ঠে মধু সুর-
মায়ার বুকে উজার করে,
খোললো মনের দোর।
সালাম,সালাম, হে দেশ তোমায়-
সালাম শতবার,
আরও হাজার গৌরব এই রুপ-
গড়লো যে তোমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast