www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আধারে ভিজে বালি

আধারে ভিজে বালি
আব্দুল কাদির মিয়া
============
নয়নের জল
আধারে ভিজে বালি-
পৃথিবীর দেখেনাতো কেউ।
আশার স্বপন গুলো-
বুকেতে শুকিয়ে মরে,
রুদ্রটা দেখে নাতো কেউ।
সমুদ্র ঝড় গুলো-
অন্তরে বেজে বেজে,
তরঙ্গে বলে তাঁর গান।
এক নিষ্প্রাণ অভিমান-
এমনিতে পেলো খুঁজে,
পেলো খুঁজে জীবনের প্রতিদান।
যেন সুখ গুলো দুঃখে ঘড়া-
ঐ মায়ের নাড়িতে ধরা,
সে কেঁদেছিলো যে একদিন।
তাইতো সকলে হেসে-
উঠে তাঁরে ভালোবেসে,
নেই আজ এই ক্ষনে,
নেই কিছু নেই মনে,
সেই যেন ছিলো তাঁর,
পৃথিবীর ঋন,সুখ শেষ দিন।
সে-তো জীবনের কলি ফুটে-
ভাগ্য ভুবনে ছুটে,
খুঁজে তাঁরে দিশেহারা,
রাত আর দিন।
এই যেন কিছু দূরে-
ধরে ধরে যেন তাঁরে,
তবে নিমিষে সোনার ঝলক,
হলো যে মলিন।
যেন সন্ধ্যার দীপ জ্বলে-
আধার ঢাকিলে আলোয়,
দিবসের মিলেনা সে ধুম।
এই কিছু তাঁর পরে-
নেমে আসে চোখ ভরে,
ক্লান্তে শ্রান্ত সে নিয়মের ঘুম।
আজ শুভ্র শ্মশ্রু কেশে-
দর্পনে উঠে ভেসে,
শূন্য সে হাত খানি,
আরো মেলা ঋন।
ঝরে আখি ফোঁটা ফোঁটা-
মন বলে কিরে ছুটা?
বেজে নাকি উঠে তোর-
মরনের বিন?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast