www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অঢেল তবু নেই কিছু মূল

আঢেল তবু নেই কিছু মূল
আব্দুল কাদির মিয়া
================
কে যেন কি বলছে আমায়
একটু কেমন করে।
হিসেব নিকাশ অতীতের সেই,
দিনগুলো সব ঘিরে।
আর জানি কি বলছে আমার-
অনেক পাওয়া লইয়ে।
আছে অঢেল,
তবু নেই কিছু মূল-
এমনি কে যায় কয়ে।
তাইতো ভেবে সেই কতবার-
অনেক বলে ছিলাম।
এবার, আর পাওয়া নয়-
যাব ফিরে,
মনকে কথা দিলাম।
ঐ ভ্রু কাজলি কেশ বাহিয়া,
নিটোল রসের নদী।
তবু, গড়ায় শুষে ফিরলো আবার,
ভ্রু,শুভ্র হলো যদি।
আজো, খাতার পাতায় পাতায় দেখি,
আগের চেয়েও বেশি,
অনেক পাওয়া উপচে পড়ে,
সেথা স্বজন মেলা ই খুশি।
তবে অলস ক্ষনে -
একোন হিসাব জাগলো মনের ধ্যানে।
দেখি লইবো যারে নিজের তরে-
লইনি সময় পরের তরে,
কাটলো যেন শুধুই ফেরে,
তাই আমার আপন দিনগুলো সব,
ফুড়ালো আগের দিনেই।
আজ, চোখ বুজিলে না পাই খুঁজে-
ঐ ভবপার পুঁজি বুঝে,
আমার পুঁজি পাইলো যারা-
ওরা কেউনা আমায় চেনে।
হায়, ভরলো সেদিন আমার থলে,
শুধুই পরের তরে?
দেখি শেষ বিদায় ক্ষনে-
শূন্য আমি,
নিঠুর যমের ঘরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast