www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয় করিনা আর করোনা

ভয় করিনা আর করোনা
আব্দুল কাদির মিয়া
==============
ভয় করিনা আর করোনা
সমান সমান লড়বো।
আমরা মানুষ সবার উপড়-
এই খেলা জয় করবো।
আয় পৃথিবী ঐ নর নাশিনী-
দেশ গ্রাসিত,
মৃত্যু মুখি খেলা।
ধর কষে বল হুশের জোরে-
বিজ্ঞানের ঘা চাবুক মেরে,
খেয়াল রশিতে বাঁধি তাঁরে-
নেই কোন আর বেলা,
আর নহে তাঁর হেলা।
আমরা মানুষ এই পৃথিবী-
মোদের চড়ন তলে।
আকাশ পাতাল জয় করেছি-
মোদের জ্ঞানের বলে।
তাই বারং বারেহাত ধুয়ে আর-
নাকে কাপড় মেরে,
দূরে দূরে বসি যেন,
থাকি বেশি ঘরে।
রক্ত মেপে জন প্রতিজন-
নিজের রেখা টেনে,
দেশের তরে চলার গতি,
লই যেন সব মেনে।
ভয় নহে আর মরন টাকে-
বালাই খুশি রেখে।
এবার বালাই মুখে-
করবো ঝালাই,
হুশের তাতাল ছেঁকে।
আজ নদীর জল ঐ মেঘের পানি-
পাই টিপিলে কলে।
ঐ রাত আধারে আজ পৃথিবী-
দিনের আলো জ্বলে।
মৃত্যু মুখি ভয় জাগানো-
ঢেউয়ের সাগর পাড়ি,
এই যেন সেই পাড় করিলো,
শিশুর খেলা গাড়ী।
তবে ভয় কেন আর?
এই করোনার-
যে ছুঁইতে পেলে ধরে।
আজ নহে কাল মারবো তাঁরে-
জ্ঞানের ছোড়া শরে।
এখন শুধু একটু খানি-
দূরে দূরে থাকি,
না দেখা তাঁর গোপন ছোঁয়া,
বেশি ধুয়ে রাখি।
আল্লাহ্ মোদের থেকো সহায়-
বান্দাদের জামিন,
নিজেই তুমি বাঁচারও মালিক,
আল্লাহু আমিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast