www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চির যৌবনা আষাঢ়

চির যৌবনা আষাঢ়
আব্দুল কাদির মিয়া
============
আষাঢ়ের জলা ধারে
বসেছিনু দোর খুলে।
গগনের দেয়া ডাকে-
হিন্দোল বাতাসে।
দেখিনু কুলেতে চেয়ে,
বুনো গাছে আছে ছেয়ে।
উম্মাদি স্রোত যেন,
বান ডাকা প্রকাশে।
হৃদয় গভীরে কেড়ে,
আজো সেই নবীনেরে,
দেখি শুধু রিক্ত নয়নে।
নীলিমা পুষ্প থোড়া,
কেয়া কদম ওরা,
ঠিক যেন ঢল ছোঁয়া তাপসে।
রবির চোখে নিশির মেলা,
টপুর টুপুর গড়িয়ে চালা।
আজো যেই ঝরছে অঝোর বেশে।
কল্লোল কবিয়ালের-
সেই ললিত কন্ঠসুর,
ভেসে উঠে তাতে।
যাহা শুধু পাই মোর-
প্রেয়সী স্বপনের দেশে।
প্রত্যুষে শালিক,দোয়েল,কোয়েল-
শ্যামা আর ফিঙে পাখির ডাকে।
হাজারো ডাকের-
কিচির মিচির আজো সেই,
গাব হিজলের শাখে।
গেঁয়ো কৃষান ব্যস্ত মেলা,
অন্তা বেউড়ার ফাঁদে।
রকমারি কতনা মৎস্য হিড়িক হেতা,
উজানি ফলার বাঁধে।
ছেলে পুলোর নেংটা বেশে-
ডিঙ্গি ভেলার খেলা।
দাগ কাটে মোর,
আজো মায়ের বকুনীতে,
খেলেছি কতনা বেলা।
কলমি শাপলা দোসর নীল বেগুনী,
পদ্ম পাপড়িতে সিঁদুর জানিগো আমি।
আষাঢ়ের ঝরা যবে,
ঝারিবে নাহিগো তবে,
যৌবন পিপাসিত যেন গো তোমার,
হেন রুপ দেখি পরে,
পুঃন পুঃন দেখিবারে।
নবসাধ পিপাসিত তেন গো আমার।
হৃদয়ের সাথী তুমি-
সহিতে পার কেমনি?
দুঃখী জনের জীর্ন কুঠিরে-
পাষানী তরঙ্গ দেখিলে পরে,
তোমারি সখার-
তোমারি আঘাতে,
নয়নে যবে সলিল ঝরে?


বানী- আষাঢ় দেমাগি তোমার,
যৌবন ঘ্রাসে।
মরা বিলে ডেকে গাং,
দুঃখী চোখ ভাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast