www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গীয় লীলা খানি-

স্বর্গীয় লীলা খানি
আব্দুল কাদির মিয়া
============
পূবাল গাঁয়ের ধারে
পদ্ম ডোবার পাড়ে,
অন্তর ডাকে তাঁরে,
কে গো সে তুমি?
একটু ছোঁয়া একটু পরশে-
আরও একটু কাছে টেনে,
বলে গো কথা।
শোনে নাতো কেউ,দেখেনা তরু
দেখেনা গগন এ ভুবন।
ঐ কান শোনে শুধু নিজ মনের,
দেখে আঁখি বলে কথা,
ভালো লাগা তাঁর অধীর মন।
চলে ধীরে ধীরে যত যায় দূরে-
আর একটু যায়কি দেখা,
চায় ফিরে ফিরে,
আর বুঝি হবে না দেখা।
হয় নাতো শেষ হৃদয়ের তৃষা-
মিটে নাতো আরো দেখিবার নেশা।
পথীক হাসিয়া মরে-
চেপে মুখ দেখে তাঁর,
আরোও হাসে যারা,
দাঁড়িয়ে থাকা।
কবে যেন সেই একদিন-
হঠাৎয়ের বৃষ্টি ভেজা,
ভাবনাতে শরৎয়ের ফুল,
তুমি ফুটে ছিলে।
চুপি চুপি হৃদয়ের কোনে-
দেখিয়া তোমারে পায়ে জল নেড়ে,
অন্তরে হয়েছিলো ছবিটি আঁকা।
উম্মাদি মন সেই-
উদাস বাউল ঘুরে,
খুঁজে তোমায় কত ঐ রাত আর দিন,
এই বুঝি পেলো সে দেখা।
তবে তৃষ্ণার ঝড় যেন-
মরু বুকে খুঁজে তাঁর-
পিপাসার জল।
আর মেঘের ক্লান্তি গুলো-
নিদ্রাতে ভেসে ভেসে-
এই যেন ঝরে পড়ে,
বালুকার অতল।
আজ শরমের ধুনিও-
তাঁর গড়ায় লুটিয়া পড়ে,
তবুও ফিরে চাহেনা সে মন।
লোকেরা দেখিয়া-
হাসিলেই নাশে কি তাতে?
স্বর্গীয় লীলা খানি-
দেখে দেখুক না,
এই কিছুক্ষন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast