www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুগ্ধতে গাঁথি বেলি

মুগ্ধতে গাঁথি বেলি
আব্দুল কাদির মিয়া
=============
মুগ্ধতে গাঁথি বেলি
মনে জাগে ভয়,
কাটার আঘাতে যদি-
উহু ব্যথা কয়।
ছিড়িয়া আনিলে তাঁরে-
পরানের ডোর,
যেন নিশির শিশির ঝরা-
টল টলে নাহি পরা,
রবে কি সে ঘুম পেড়ে?
মনে নাহি পায় জোর।
আর কতদিন আর কতরাত-
সেই স্বপনের সন্ন্যাসী,
মনের ডালায়।
পাড়িয়া তুলিতে তাঁরে-
নেশার পবনে চড়ে,
যেন শুধু উড়ে উড়ে,
উম্মাদে ভব ঘুরে,
তবে,হাত বাড়ালে বোটায়-
কেন সে পালায়?
ঐ দূর নীরবে পাহাড়-
উদাস উদাসী মনা,
যায় ছুটে চঞ্চল,
চোখ দুটি নাহি রয় স্থির।
বার বার যেন তাঁরে-
দেখে ঐ নীল তীরে,
আবের ছোঁয়াতে কারে,
ডাকে সুমতির।
তবে,বদ্ধ শিকল ছিড়ে-
খাঁচা ভেঙে কাকাতুয়া-
ক্ষুধার্ত এক মরু পিপাসায়,
যেন, পেল ঐ কলকলে-
ফোয়ারা বারি।
দৃষ্টির মন রথে-
শুধু নেই তাঁর ভিনে কিছু,
তাই থেমে নেই আর-
ছুটে ঝড় গতি,
উল্কার ধনু যেন-
বিদ্ধ করিবে শিকার,
কোন রক্তে রঞ্জিত নয়,
কোন ধ্বংসিত ছোবলের ভয়,
নেই কিছু নেই পিছু-
অধীর মমতা ঢেলে-
আজ, কাঁচলি ধরিবে টেনে-
বুকের মাঝে।
নাহি আর পরানেতে সয়-
নেই আজ মরনের ভয়।















।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast