www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোলে আরশ

দোলে আরশ
আব্দুল কাদির মিয়া
=====================
দোলে আরশ, দোলে কুরসি
দোলেরে দু-জাহান।
আজি, খুশির দোলায় স্বর্গ দোলে,
খুশি রহমান।
আজ, দুরুদের চলছে খেলা-
সাত আসমানে বইছে মেলা,
হুর, গেলেমান ফেরেস্তারা-
ধরাতে আমেনার।
ঘর ধরিয়া তোলছে যে সুর-
দুরুদের ঝংকার।
বাগ, বাগিচায় উড়ছে অলি-
নালয় শুরে মধু তুলি,
আজ ভুলে সব ক্ষুধার জ্বালা-
পাগল গুন-গুনায়,
পুষ্প কানে ঢেলে মধুর-
দুরুদ শোনায়।
আজ, বাতাসের তোখড় তেড়ে-
উড়ছে যেন খুশির ভিড়ে।
সাত-সমুদ্র তরঙ্গ আজ-
ছল-ছলে ঝর্নার,
মৃদুল মায়ায় পড়ছে দুরুদ।
নবী মুস্তফার।
আজি, মৃদুল মায়ায় পড়ছে দুরুদ-
নবী মোস্তফার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast