www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে বিশ্ব দেখাও তোমার মুখ

হে বিশ্ব দেখাও তোমার মুখ
আব্দুল কাদির মিয়া
------------------------------------
হে বিশ্ব দেখাও তোমার মুখ
আমি যে তোমারি সুহৃদ কল্প পাগল,
উড়ু অক্ষম এক শিষ্য।
তোমার জনতা, মেঠু পথ, বন-বনান্ত,
নদ-নদীর অববাহিকা,
সমুদ্র তার তরঙ্গ।
পর্বত রাশি, মরু কান্তার সেই শোষনী-
ঝড় কবলিত শুধু বালি আর বালির,
সোনালি ঝলক ধাধার সেই স্বপনের-
দৈত্য রাজ আবুলের, প্রাচীর ঘেরা-
বৃক্ষ কুঞ্জ শাল, চন্দন, পবন, অর্জুন যেন,
হাজার বছর পর আজো ওরা,
নব যৌবনে নব বারতার-
তুলেছে হিমেল ও বিধিম গর্জন।
তারি ফাঁকে যেন-
নুয়ে পরেছে জননীর কুব্জ শাঁখা-প্রশাখার -
এলো মেলো শত লৌহ দানবি দন্ড,
আর শকুন, বাদুর, চিল, উটপাখি-
ওরা যেন সেথা তুলেছে,
হাসি কান্নার এক মায়াবি-
লোম হর্ষক জাদু,
সুর লহরি দৃশ্য।
হে বিশ্ব, দেখাও তোমার মুখ।
আমি যে তোমারি সুহৃদ কল্প পাগল,
উড়ু অক্ষম এক শিষ্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast