www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসল নাহি পাই

আসল নাহি পাই
আব্দুল কাদির মিয়া
-------------------------------
কলম নিলাম হাতে
লিখবো টা কি তাতে?
অনেক কথার মাঝে আমি-
আসল নাহি পাই।
বেলা গেলো ডুবে,
ভাবনায় খুঁজে খুঁজে-
আসল যাহা চাই-
কিছুই নাহি পাই।
ঘুম আসেনা চোখে-
খুঁজে পাইনি বলে দুঃখে।
এমনি করে এই কিছুক্ষন-
বিমূঢ়ে হারাই।
এবার আসল আমায় ডাকে,
এইযে আমি ফাঁকে,
একটা কথা বলে রাখি-
লিখবে তুমি কাকে?
আমায় ধরে কাগজ ভরে-
যতই কবি গাও,
এই যে আমার ছবি-
আমিই আসল কবি,
এখন ঘুমিয়ে থাকো আমার নায়ে-
নইলে বৈঠা বাও।
সবার মুন্ডেই বসি আমি-
হৃদয়ে বেধে ঘর,
আমায় খুঁজে পায় যে আপন-
না পায় যে জন পর।
অল্প কথা বলি আমি-
ধীরে ধীরে চলি,
আমার ফুলের মধু নিতে-
আসে শত অলি।
তবে যার শুঁড়েতে উঠলো মধু-
আমি, ঘুমাই সে বাধা ঘরে,
তাই নাহলে অন্ধ হৃদয়-
থাকে বদ্ধ পরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast