www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর সহেনা তার

আর সহেনা তার
আব্দুল কাদির মিয়া
----------------------------
আমার কলম আমার পরে
এত কেন কষ্ট।
লিখতে যা চায় লিখতে নারে-
ঝর ঝরিয়ে বৃষ্টি পরে,
কালি তো নয় চোখের পানি-
সব করে আজ নষ্ট।
তবু চাহে মনের কথা-
বলবে আজি যতই ব্যথা,
উথলে পড়ে পড়ুক না তার ঢল।
বুক আকাশের তারা গুলো-
এমনি তে আজ এলো মেলো,
সাজবেনা বাধ ওই বদন হাসি-
ওরাই যেন কালো নিশির,
তাই, কষ্টগুলো লিখতে কলম-
হারাবেনা তার বল।
আমার বুক জড়িয়ে আছে বলে-
তার কি জীবন সেই বিফলে?
বলো তুমি,তেমনি মোরে কয়।
সইতে কি পারি? যদি বলতে নারি,
সে,আমার হৃদয় আছে ধরি-
ক-আঁকা সেই জনম করে পার।
আজ জীবনের সন্ধে ক্ষনে-
টল ফোঁটা জল চোখের কোনে,
আমার দেখলে পরে-
আর সহেনা তার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast