www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাহি রাখি বল

নাহি রাখি বল
আব্দুল কাদির মিয়া
--------------------------
ঝরছে আজি চোখের পানি
স্বজন হারা বলে,
আজ পৃথিবী তাদের কাছে-
গহীন নদীর জলে।
একটু আগে বলছে কথা
আসছি আমি হাসির রেখা-
যেন,শেষ নহে ঐ বায়ুর শ্রবন কলে।
এই সে কথা স্মৃতির পাতায়-
এই ক্ষনেই এমনি কাঁদায়,
অন্তর পোড়া আপন গুলোর-
ঐ কথাটি বলে।
যাওয়ার তরে সত্য আছে-
মিথ্যে ফিরার পালা।
তাই,কাঁদলো সবাই আসার পরে-
শেষ কিনা তার বেলা।
ঐযে তরু লতায়কলি-
ঢল ধরা বল ঝুলমলিয়ে,
একটু পরেই ফুটবে ওরা-
ভাঙলে ওদের ঘুম।
এই তো আমি ঘুমের ঘরে-
জাগবো কিনা ক্ষনিক পরে,
তেমনি সত্য যায়না বলা-
বড়ই নিঠুর যম।
যদি,ভাবুক মনে একটুখানি -
দিন প্রতিদিন একটু গুনি।
মানুষ আমি এই পৃথিবী -
আমার চরন তল।
আমি,উড়ায় ভরে উড়তে পারি-
আবার তাকে গড়তে পারি,
তবু,নিজকে নিজে রাখতে ধরে-
ঐ সময়ের চিরপারে,
এক পলকের শেষ খানি আর-
নাহি রাখি বল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast