www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাতীর বুবু

জাতীর বুবু
অাঃ কাদির মিয়া
---------------------
এলে তুমি জাতীর বুবু
বঙ্গ মাতার ঘরে।
পিতা তোমার বঙ্গ বন্ধু-
বিশ্ব চিনলো যারে।

জাতী মানের বদ্ব শিকল-
ছিন্ন ক্ষুধা মুক্ত সকল,
সোনার সাজে গড়বে এদেশ -
ছিল যাহার পন।

মরন মুখি শক্র কুলে-
জীবন মৃত্যু সবি ভুলে,
করলো স্বাধীন দেশের মাটি,
তুমি তাঁরি বুকের ধন।

তাই, কাড়লে তুমি কবির কলম-
ছন্দ গানে উঠলে চলন,
আধার অন্ধ বধির চোখে-
তুমিই প্রদীপ তুমিই দুঃখে,

যেন, হাত বাড়ালে মায়ের মতো-
আদর সোহাগ ঢেলে।
ওরা পায় খুজে আজ-
নিজ ঠিকানা,
নয় বোঝা কারো-

নয় ফেলনা।
সকল এাসী - গ্রাসি মুলে-
চষনে নিধন,
করলে নিজের মুষ্টি খুলে -
কে আপন আর কে পর ভুলে,

জাতীর তরে ন্যায় গুলো সব-
করলে যে বুনন।
আজ,পিতার সবি স্বপ্ন গুলো-
কানায় কানায় ভরে,

এই জনতার সুরে সুরে -
আসলে তুমি ঝলক ছেড়ে,
ধন্য হে বীর জাতীর বুবু -
ছালাম তোমার পরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast