www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রমিছার স্বপ্ন

রমিছার স্বপ্ন ( প্রথম আলো)
আঃ কাদির মিয়া
--------------------------

সাবাশ বেটি রমিছা
ভয় কিসে আর নিরাশা।
সেতো জীবনের এক -
নিয়তেরি খেলা।

যেন উঠিলে ভেলায় পারে -
নীরব নদীর ধারে,
আর, বহিয়া অজানা ঝড়ে -
কেড়ে নিলো ভেলা।

থেমে নেই তবু, থেমে নেই তোমার -
সেই আশাহীন তনুয়ার পাল।
শোঁ - শানের বাতাশে উড়ে -
কিছু ধরে থোড়া ছেড়ে,

জেনো, ভিড়িবেই ভেলা সেই -
আজ না হয় কাল।
সাবাশ বেটি রমিছা -
ভয় কিসে আর নিরাশা,

ফিরে চাও ঐ দূর পাহাড়ের কোল।
দেখো সাগর ছুঁয়েছে হেলে-
তারে, ঢেউয়েরা মারিয়া খেলে,
তবু অঠাঁই পাথর বোঝা

চূড়াটি নিদোল।
চাকার ডুরিতে বাঁধা -
সেই, দিন গুলো আজ,
টেনে টুনে জায় যদি, কিসে করো লাজ।

যাকনা সে কিছু দূরে -
একবার ও পিছু ফিরে চেয়োনা।
তবে, দেখবে তুমি শিখবে -
আর বলবে তুমি তারে,
ভলবাসি, ফেলে মোরে জেয়োনা।

প্রথম আলো ২৯/০৯/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast