www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওঠবে কোমর দড়ি

ওঠবে কোমর দড়ি
আঃ কাদির মিয়া
------------------------

এমনি করে গেলছো কেন
পাহাড় চুষে চুষে।
দেশের শক্তি জরিয়ে যাহার -
আছে রেনু তুষে।

করছো খামার ঘড়ছো বাড়ি-
নেই হিসাব তাঁর কাঁড়ির কাঁড়ি।
তবে, হাটছো যে পথ শিকল বেড়ে -
সে তো জাতীর সওা ধন।

লুন্ঠনে সে আধার রাতে -
সাজলে সেবক দেশের খ্যাতে
আর সংগোপনে ভরলে থলে
করলে সব আপন।

জন্ম ভূমি দেশটি তোমার -
যে দেশ তোমারি ঘর-
যার ফলনে রক্ত শিরা -
জীবন ও মৃত্যু ধর।

মরলে কবর যার বুকেতে -
সেই, মুষ্টি ধরা মাটি।
এক এক করে ভরবে উদর
মাচা বাশের কাঠি।

সেথা কেউ রবেনা কেউ যাবেনা -
শুধুই সাথী ছাড়া।
ঐ, এক জনাতে সত্যের সর্গ -
মিথ্যে অনল ঘেরা।

এক,মানের শানে রদ নাহি তাঁর -
কিছুই কানা কড়ি।
দেশ লুঠেরার বদের কলম -
উঠবে কোমর দড়ি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast