www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবির কাব্য মুঠে

কবির কাব্য মুঠে
আঃ কাদির মিয়া
-------------------------

দেখছিনু এি শাপলা বাহার
ডহর ঝিলের জলে।
উড়ছে কেমন শ্বেত পতঙ্গ-
উড়ায় দুলে দুলে।

সেই মেঠু পথ,যায় সু দূরে-
নেশার দু চোখ লইয়ে।
এ কোন গাঁয়ের পার্শ্ব ধরে-
মোর ভাবের তরী বেয়ে।

ডাকছে কুরু ঘুঘুর সইয়ে -
সই পাতনের নৃত্য দিয়ে।
আমায় দেখে বলছে ভাবুক -
শরৎ বেলা শেষে,

এলেই যদি হৃদয় কোনে,
একটি কথা রেখো মনে,
হেমন্ত দা,র স্বপন পুরী,
তুমি দেখবে আবার এসে।

সোনায় ছড়া গায়ের ধরা -
শুকনু উঠুন ভরছে ওরা।
আবার, হাসির খেলায় গড়িয়ে কেমন-
উঠছে পালঙ্ক বাঁশে-

রং তুলিতে রাজার প্রাসাদ -
বাগ বাগিচা একে,
সেথা ডেরার মেয়ে গাইছে আলো-
মতির পুঁথি থেকে।

ভরবে তোমার পরান খানি -
আর,ভাবের কলম ছুটে,
তবে, লইবে কেড়ে পাতায় পাতায়,
কবির কাব্য মুঠে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast