www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শশি নি বদন

শশি,নি বদন
অাঃ কাদির মিয়া
-----------------------

কে গো, শশি,নি বদন কোনে
তিলকের ঠাই।
সেতো, ভুবন বিরাগী এক-
তনুকে কাঁদায়।

মেঘের অাড়াল হতে কিরনের জ্যোতি,
তোমায়,ছুঁইতে পারেনা যেন-
প্রখর তেজিয়ো অার,
তাই, দু হাত বাড়িয়ে দেখি-
তারে, করে সে মিনতি।

তুমি দেখোনি তারে?
যদি মরুর গহীনে চলে-
তৃষ্ণার স্রোতে ঝড় বহে প্রান,

চাহে কিছু এই যেন -
মৃত্যুর মুখে ফোঁটা জল।
তবু ও দেখিবে তাঁরে-
নহে দূর, পিছু ফিরে,

নহে ক্লান্ত নহে শান্ত-
যেন, মৃত্যু মুখরে এক,
সেবকের মুখ,

হাত বাড়িয়ে বলে, করো জল পান।
মিনতি
অামার সোরাই দিয়ে,
মৃত্যুর পর-
তুমি,আমার কবরে কিছু -
জল করো দান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast