www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্গা চাষি -বৃদ্ধ- মুন্সি ভাই

বর্গা চাষি, বৃদ্ধ মুন্সি ভাই
আঃ কাদির মিয়া
--------------------------------

বর্গা চাষি, ঘাটের কুলি,বৃদ্ধ মুন্সি ভাই
মৃত্যুর সাথে লড়ছে ওরা,
বয়সের তাড়ায়।

তবে, হামলা করে অস্র নিয়ে-
মামলা লইয়ে কাঁধে,
শহর গঞ্জে ঘুরছে তারা -
যেন মরন ফাঁদে।

ছোট কালে গাব তলাতে -
ভোর সকালে উঠে,
পাকা গাবের লোভে আমি -
গিয়েছিলাম ছুটে।

জটলা বাঁধা গাবের সারি-
না পাই কিছু তার,
শুধু,পাতা ছাড়া আর দেখিনা -
সবি যেন আধার।

ত্ব, একটু খানি হলুদ দেখে-
উঠছি গাছে বেয়ে,
দেখি, লহর বাঁধা সাত গাবের মাঝে-
এক পাকা জাই পেয়ে।

আমার খুশি আর দেখে কে-
যেন, ফুটলো হাসির ফুল,
আর সহে কি দেরি-?

তবে, সাত গাবের ঐ লহর ভেঙ্গে
করলাম কিছু ভুল।
ঐ, তেমনি করে চাষি, কুলি,
বৃদ্ধ মুুন্সি ভাই -

গাবের মতো পড়লো ফাঁদে,
কপালের বালাই।
আমার হাতে থাকতো যদি-
আইনের কিছু জোর,
তবে,মুক্তি দিয়ে ওদেঁর সবাই-
ভুল করিতাম দূর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast