www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাহালম

জাহালম
আঃ কাদির মিয়া
------------------------

জাহালম সে খাটলো কেন জেল?
জানতে চাহে দেশ,
করতে হবে বিচার,
আইনের রশি বাঁধতে তারে,

কে, খেললো নাশের খেল।
আজ বলব মোরা তাই-
লোভ লালসার স্বীকার হয়ে,
নির্দোষীরে দূষী গেয়ে,

আসল দূষী করলো গোপন,
যেন, মার পেটের ই ভাই।
তবে, অন্তর ভাসা ব্যথার নদী-
বাধ ভেঙ্গে দুই কুল,

দু চোখ বেয়ে জাহালমের,
পড়লো, দুই দরদির কোল।
এক জনাতে প্রথম আলো
দুই মানবাধিকার।

ওরা, নিক্তি ঘরে জাহালমের -
চাহে প্রতিকার।
তাই, কাটায় কাটায় করলো ওজন -
বিচার মহাজন।

মাপুনিতে পায় খুঁজে জাল,
জাহালমের দর্শন।
আর মুক্তি দিলো যুক্তি ধরে-
হাকিম বাহাদুর,

মোরা, দেশ বাসি সব চাই সে বিচার-
হ্মতির মানে পূর্ণ কিতার,
দেখবো আরও বড় চোখে-
আসলে কে চোর।


৪/২/১৯/ প্রথম আলো।
জাহালম বিনাদোষে অপরের জেল খেটেছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast