www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন মহা মুল্য

জীবন মহা মুল্য
অাঃ কাদির মিয়া
-----------------------------

খবর পড়ি, খবর শুনি
জানতে পারি দেশ।
কিছু দেখে অাহা,অাহা-
শুধু,এই টুকু ই শেষ।

মরলো কত মৃত্যু মুখি
লড়ছে বাঁচার তরে।
স্বজন হারা যেজন, মরে-
বুকটি চাপড় মেরে।

দিন ফুরালো বছর ধরে-
যুগ পেরোলো কত,
তবু, নেই কিছু তার,
কিছুই করার,

সবি, ভাগ্য হারার মতো।
এবার পন করেছি-
মরবো না অার
মটর যানের গতি,

চলবে সবি নিয়ম মেনে -
অাইনের গড়া নীতি।
যাএী মোরা নিজের তরে-
দিশায় বাতুল খেল,

খেলবো না আর ত্বরা করার -
ফুরোতে জীবন বেইল।
ভাই, দিদি,মা,বাপ অন্তরে -
কত আশা আমায় ঘিরে,

আমায় নিয়ে ভাবনা গুলো,
নেই কোন তার তুল্য।
জাই যদি ঐ আকাশ পুরে-
আর কোন দিন, আসবো ফিরে?

একটু দূরে থাকনা সময়-
জীবন খানি তার চেয়ে যে,
অধিক মহা মূল্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast