www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হেলো কল

হেলো কল
অাঃ কাদির মিয়া
----------------------
থেমে যাও ফুল কুঁড়ি হে,
থেমে যাও বাচা ধন।
ঐ সন্ধে ধাওয়া অরুন প্রভাত,
ছুটছে বেগতিক।

যেন অস্ত খানি নিতান্তই
এক জীবনের গতি।
চমকে উঠুক তোমার বিদ্যা
সেই বিজলির উন্নত গতি গর্জন।

অার নহে কাল, অার নহে এই ব্যাস্ত পৃথিবীর -
এক সুন্দর হৃদয় স্পর্ষ,
মধুময় হেলো কলে,
তোমার অাতন্ক এক নিশি,
অন্ধ সর্প ধ্বংশন-

প্রেম বিনুদন সেই অাকাল,
মৃত্যু অাকাল বৃদ্ধ,
অাকাল ঝরে পরা -
ফুল কুঁড়ি,মোর বাচা ধন-

অার নহে কাল, অার নহে ঐ
ঝিমিয়ে পরা হেলো কল।
অাধার অন্ধ অলস বন্দি খাচায়,
জীবন স্তম্ভে উদ্দীপ্ত বেলায়,
তোমার হীরক কুড়াঁনু মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast