www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিটবে ক্ষুধা মেগে

মিটবে ক্ষুধা মেগে
অা: কাদির মিয়া
-----------------------------
মাছ মারিতে প্রজার ঘাড়ে
উঠলে বিলের পোলো।
নেই বাঁচাই অার, সব হুঁশিয়ার-
রাজা বড়ই ভালো

দেশের বিধান জাতীর তরে-
যেমনি অাছে খাড়া,
নেই কেহ তার উপর বড়,
শুধুই মৃত্যু ছাড়া।

অামরা সবাই দেশ প্রহরী-
এক সনদে চেনা,
সেতো, অার কিছু নয়-
বাঘ বাঙ্গালি,

সব দেশের ই জানা।
তাই, থাকতে সময় মরবে না কেউ-
রাজার বিধান ছেড়ে,
বিলছাড়া শোল, সাধের কৈ মাছ-
প্রজার ঘাড়ে ধরে।

তবে মরবে খেতাব -
সনদ টুকু ও,
থাকবে না অার বাঘে।
শিয়াল বনে কাটবে জনম
মিটবে ক্ষুধা মেগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast