www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ষোলয় পড়ে

ষোলয় পড়ে
অাঃ কাদির মিয়া
--------------------
শুকনো কালে যেন,বর্ষাতে নাও
ভাসায় মেঘের গুঁড়ি,
পড়লো মুখে এই ষোলতে-
বইয়ের পাতা ধরি।


ভিজলো না তার বেনির বাধন-
ধরা কুসুম ফুল।
ভিজলো তবু কাপন তুলে-
হেলিয়া নাথের কোল।


ঝড় তুলে যায় সুর লহরি-
গানের পাখি বনে।
তবে খাতায় লেখ শূন্য কলম,
উঠলো দাতের কোনে।


স্বপন ঘেরা শত মানিক-
রত্ন তারি বুকে।
বাধলো বাসা সর্গিয় সেই-
আশার প্রদীপ থেকে।


কথা মালার ছন্দে মধু কুঞ্জ-
ভুবন ঘিরে।
সেই নিশির সাধক
কবির ও খাতা,
শুন্য ষোলয় পড়ে।



জগৎ জুড়ে মুক্ত বাতাস -
যদিও জনম ধরে।
তবু, ষোলর বাধন বাঊল পাড়ায়-
বন্দি পাখির নীড়ে।

নীল অাবিরে লালের ছোঁয়া-
চুখের পাতা একটু নোয়া,
শরম লাজে নেশার তুলি -
লইছে হাতে তুলে।

অাকতে সখার সুঠাম বাহুু-
অালতু ছোঁয়ায় বলছে উহুু।
তবে পড়লো তুলি ভাংলো স্বপন।
দেখলো প্রীতি - খেলে।

বিধির সেতো অকুল জ্যাোতি।
ধরলো ভব হৃদয় গাঁথি।
কেউ পেয়ে সেই পরান পুরে।
কেউ না পেয়ে কাঁদিয়া মরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast