www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই কি সেই জীবন

এই কি সেই জীবন
আঃ কাদির মিয়া
---------------------

এই কি সেই জীবনের অাজ একদিন?
কি বলি লিখনের কথা-
যার -ঘর পোষের নেই দায় কি ব্যথা,

পোহালো রাএি ধরে,দিবসের বেল।
ফুড়ালো কোমর থলি-
ফুটালো গানের কলি।

যে- অলির কন্ঠ ভেসে
করে মধু খেল।
এই তো সেই জীবনের অাজ একদিন।

কবির কবিতা গুলো-
অাছে পড়ে এলো মেলো।
তবু চলে, কথা বলে-
অাকুনির মুখ তুলে,

চাহেনা,শোধিতে হবে-
পর, ভব মেলা ঋন।

ঐ দূর শশি তারা, শ্রাবনের মেঘ ঝরা-
শ্বেত,লাল কুমুদিনী,হিজলের তল,
কদম,শিমুল,দোলন চাঁপা
কৃষ্ণ - কামিনী থোকা-
লইয়ে যার ভাবনাতে,বেধে ছিলো দল।

এই কি সেই জীবনের,অাজ একদিন?
যার নেই বেলা শেষ পাড়ে-
ডুবে চির নিশি পুরে,
তবে রবে কথা,পাতা,প্রেম,
এক,দুই,তিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast