চোর ও বাটপার
চোর ও বাটপার দুজন মিলে
করতে গেছে ডাকাতি,
ধরা পরে বাটপার বলে-
‘‘একটু যদি তাকাতি-
সময় মতো তোকে আমি
করেছিলাম ইশারা-
আচ্ছা মতন ভাজবে এখন
কড়াই করে ঘি ছাড়া!’’
করতে গেছে ডাকাতি,
ধরা পরে বাটপার বলে-
‘‘একটু যদি তাকাতি-
সময় মতো তোকে আমি
করেছিলাম ইশারা-
আচ্ছা মতন ভাজবে এখন
কড়াই করে ঘি ছাড়া!’’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/১১/২০২২সুন্দর।
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/১১/২০২২ধরা পড়লে তাজা
হতেই হয় ভাজা! -
ফয়জুল মহী ০৭/১১/২০২২অসাধারণ শব্দের গাঁথুনি l
-
Md. Rayhan Kazi ০৬/১১/২০২২বাহ্ দারুণ