www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথা

মাপাকথা, চাপাকথা, ফাঁপাকথাও আছে
কিছু কিছু কথা নাকি- ধরে আতা গাছে!
আতা গাছে তোতা পাখি সেও কথা বলে-
আকথা-কুকথা যতো হাওয়ায় উড়ে চলে!

কাঁচাকথা, পাকাকথা, কথা ছোট বড়ো
কথাতে হাজার লোক- হয়ে যায় জড়ো
নেতা-অভিনেতাদের- কথা যেন- খই
চুপকথা- রূপকথা- কথা হয় বই।

হক কথা, ঠক কথা আরও কথা আছে
কিছু কথা না বলাই থাকে কারো কাছে।
কিছু কথা এমন আছে খুব বেশী জোর-
জাতিকে দেখায় পথ, আলোকিত ভোর!

কথায়-ই কথা আসে- কথা ফিরে যায়
কেউ কেউ এমনও হয়- কথা গিলে খায়!
গিলে খাওয়া কথা যেন- দিলে পায় ঠাঁই
কথায় কথার জের, টা-টা, বাই বাই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কথার কতকথায় একরাশ মুগ্ধতা
    • শ.ম. শহীদ ১৯/১০/২০২১
      আন্তরিক ধন্যবাদ সম্মানিত কবি।
      অনুপ্রাণিত।
      ভালো থাকবেন পরিবার-পরিজন নিয়ে।
  • কথাই জীবন,
    উল্টা কথায় মরণ,
    কথার মালা,
    জীবন ভালা।
    • শ.ম. শহীদ ১৯/১০/২০২১
      আন্তরিক ধন্যবাদ সম্মানিত কবি।
      অনুপ্রাণিত।
      ভালো থাকবেন পরিবার-পরিজন নিয়ে।
  • lovely
    • শ.ম. শহীদ ১৯/১০/২০২১
      আন্তরিক ধন্যবাদ সম্মানিত কবি।
      অনুপ্রাণিত।
      ভালো থাকবেন পরিবার-পরিজন নিয়ে।
  • ফয়জুল মহী ০৫/০৪/২০২১
    কমনীয় ভাবনায় যাদুকরী উপস্থাপন । মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম লেখাটা।
    • শ.ম. শহীদ ১৯/১০/২০২১
      আন্তরিক ধন্যবাদ সম্মানিত কবি।
      অনুপ্রাণিত।
      ভালো থাকবেন পরিবার-পরিজন নিয়ে।
 
Quantcast